নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের প্রাচীণতম ঐতিহ্যবাহী বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর পিএসসি সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ২টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবী আবু লেইছ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য সমাজসেবী রফিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন, হবিব আহমদ, মিলন আক্তার চৌধুরী, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, আনিছুল হক, আব্দুল ওয়াহিদ, ফখরুল ইসলাম, মামুনুর রশিদ, আব্দুল হক। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, সহকারী শিক্ষক কবির আহমদ, শিক্ষিকা বুলু রানী দাস, অর্পনা রানী দাস, শিল্পী রানী দাস, কৃতি শিক্ষার্থীদের মধ্যে ফাতেমাতুজ জোহরা বিথি, তানভীর কবির প্রমুখ। অনুষ্ঠান শেষে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং এবছর স্কুল থেকে বৃত্তিপ্রাপ্ত ৫ম শ্রেণির ৬জন শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়