সাভার: সাভার সেনানিবাসে কাছে একটি পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। সন্ধ্যা পোনে ছয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশুর পরিচয় পাওয়া গেছে। এর হলো সাভারের মোস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় (১০) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শুভ (১০)। আহত অপর এক জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিকালে মাঠে শিশুরা খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা একটি পরিত্যক্ত গ্রেনেড খুঁজে পায়। খেলা শেষে পরিত্যাক্ত গ্রেনেডটি শিশুগুলো বাড়ি নিয়ে আসার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় । এতে ঘটনাস্থলেই মারা যায় দুই শিশু। আহত হয়ে অপর এক শিশু।
এলাকাবাসীর দাবি, এর আগেও এ মাঠ থেকে গ্রেনেড জাতীয় বিস্ফোরক পাওয়া গিয়েছিল। মাঠটি সাভার সেনাবানিবাসের ফায়ারিং স্পট। মাঝে মধ্যেই এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ফায়ারের মহড়া দেয়া হয়। এ সময় কোনো কোনো গ্রেনেড অবিস্ফোরিত থেকে যায়। যা পরে আর সংগ্রহ করা হয়না। বিস্ফোরিত গ্রেনেডটিও এভাবেই এখানে থাকতে পারে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়