ঢাকা: ভোট চুরির আশায় সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার রাত সোয়া আটটায় রাজধানীর বাড্ডায় নির্বাচনী প্রচারকালে সাংবাদিকদের এসব কথা বলেন খালেদা জিয়া। বিকালে উত্তরায় প্রচার শেষে বাড্ডায় ভোট চাইতে যান তিনি। সেখানে সুবাস্তু নজর ভ্যালীতে সাংবাদিকদের বলেন, জনগণ সিটি নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে অবৈধ সরকারের নির্যাতনের জবাব দেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অকল্পনীয় সারা পাচ্ছি। সরকারী দল বিভিন্নভাবে নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। কিন্তু সকল বাধা উপেক্ষা করে জনগণ আমাদের শুভেচ্ছা জানাচ্ছে। আমরাও সকল কিছু মোকাবেলা করে মানুষকে জবাব দিতে বলেছি। সেই অপেক্ষায় আছে রাজধানীবাসী।’
খালেদা জিয়া বলেন, ‘আমাদের অনেক প্রার্থী নির্বাচনী প্রচারে আসতে পারছে না। তাদেরকে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে। অনেকে আত্মগোপনে রয়েছে। আবার অনেককে প্রচারে বাধা দেয়া হচ্ছে। এভাবে নিরপেক্ষ নির্বাচন হয় না।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়