Saturday, March 28

বড় কিছু ঘটানোর পরিকল্পনা ছিল জার্মান পাইলটের


কানইঘাট নিউজ ডেস্ক: জার্মান পাইলট আন্ড্রিয়াস লুবিটয আল্পসের পাহাড়ে বিমান বিধ্বস্ত করার অনেক আগে থেকেই এরকম বড় কিছু ঘটনার পরিকল্পনা করছিল বলে দাবি করেছেন তাঁর সাবেক এক বান্ধবী। খবর বিবিসির। জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ আন্ড্রিয়াস লুবিটয এর এই সাবে বান্ধবীর এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। ‘মারিয়া ডাব্লিউ’ বলে পরিচয় দেয়া ২৬ বছর বয়সী এই সাবেক বান্ধবী নিজেও একটি এয়ারলাইন্সের এয়ার হোস্টেস। মারিয়া জানিয়েছেন, লুবিটযের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে গত বছর। সেসময় লুবিটয তাঁর কাছে বড়াই করে বলেছিল, “একদিন আমি এমন কিছু ঘটাবো যা সবকিছু বদলে দেবে, সবাই আমার নাম জানবে।” মারিয়া বলেন, লুবিটয একথা বলে কী বোঝাতে চেয়েছিল সেটা তখন তার মাথায় আসেনি। কিন্তু এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর তার লুবিটযের ওই কথাটাই মনে পড়ছিল। যে সাংবাদিক মারিয়ার সাক্ষাৎকার নিয়েছেন, তিনি জানিয়েছেন, লুবিটযের চরিত্রের দুটি দিক ছিল। প্রকাশ্যে লুবিটয ছিলেন স্মার্ট এবং বন্ধুত্বপূর্ণ। কিন্তু ঘরের ভেতর তার চেহারা ছিল আলাদা। তিনি ছিলেন বিষন্ন এবং আগ্রাসী। মারিয়া এই সাংবাদিককে জানিয়েছেন, লুবিটযের সঙ্গে তার সম্পর্ক যে টেকেনি, তার মূল কারণ এটাই। জার্মানউইঙ্গসের ১৫০ জন আরোহী সহ বিমানটি গত মঙ্গলবার আল্পস পর্বতমালার ফরাসী অংশ বিধ্বস্ত হয়। ফ্লাইট রেকর্ডারের অডিও বিশ্লেষণ করে তদন্তকারীরা প্রায় নিশ্চিত যে কো-পাইলট আন্ড্রিয়াস লুবিটয ইচ্ছে করে বিমানটি বিধ্বস্ত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়