Saturday, March 28

দুই সিটিতে মেয়র পদে জমা ৭


ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে তাদের প্রার্থিতা নিশ্চিত করেছেন। এই সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ২৮ জন প্রার্থী। তবে আজ শনিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন মাত্র তিনজন। আজ মনোনয়নপত্র জমা দেন আব্দুল্লাহ আল কাফি। তিনি কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব ইউনিয়নের সভাপতি। আর গতকাল জমা দিয়েছেন ইরাদ আহমেদ। এর আগে জমা দিয়েছেন শামসুল আলম। একই সিটিতে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮২৩ জন। শনিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৪ জন। ঢাকা উত্তরের সংরক্ষিত (মহিলা) সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৬১ জন। আর শনিবার বিকাল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন মাত্র ৭ জন। অন্যদিকে, ঢাকা দক্ষিণে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩০ জন। শনিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র চারজন প্রার্থী। এরা হলেন, আক্তারুজ্জামান আয়াতুল্লাহ, আবদুল খালেক, মো. জাহিদুর রহমান, আবু নাসের মো. মাসুদ হোসাইন। সাধারণ কাউন্সিলর পদে ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এক হাজার ১২৮ জন প্রার্থী। শনিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৭ জন। ঢাকা দক্ষিণের সংরক্ষিত (মহিলা) সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছিলেন ২০৮ জন। তার মধ্যে শনিবার বিকাল পর্যন্ত ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত, আগামীকাল রবিবারই ঢাকার উভয় সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এর আগে গত ১৮ মার্চ তফসিল ঘোষণার পরদিন ১৯ মার্চ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন প্রার্থীরা। দুই সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৫৮ জন প্রার্থী; যার মধ্যে শনিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট এক হাজার ৯৫১ জন। এর মধ্যে শনিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন ১৫১ জন। সংরক্ষিত (মহিলা) সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৩৬৯ জন প্রার্থী। শনিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন মাত্র ২০ জন। দুই সিটিতে শনিবার পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়রসহ প্রায় একশ জন সম্ভাব্য প্রার্থীকে শোকজ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণে শোকজ করা হয়েছে ৮১ জনকে। আর বাকিগুলো উত্তরে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়