বিনোদন ডেস্ক:
বিভিন্ন সময় জীবনের নানা সিদ্ধান্তে মায়ের দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়টি একবাক্যে স্বীকার করেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। জানিয়েছেন মায়ের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা ও জীবনে চলার পথে মায়ের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার বিষয়টি। এবার সেই ধারাবাহিকতায় জীবনের বড় একটি সিদ্ধান্তে মায়ের উপদেশের কথা স্বীকারও করলেন তিনি। জানালেন, জরায়ু ক্যান্সারের ভয়কে জয় করতে যে শল্যচিকিৎসার শরণাপন্ন হয়েছিলেন তাও এক অর্থে মায়ের ইচ্ছে পূরণের জন্যই। জোলি জানান, '৪০-এ পা দেয়ার আগেই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত তার মা মাত্র ৫৬ বছর বয়সে চলে যান না ফেরার দেশে। জীবনসায়াহ্নে মা শুধু ডেকে বলতেন, এ ব্যাধির বীজ শরীরে বাসা বাঁধার আগেই যেন উদ্যোগী হই আমি। আসলে জীবনে যে কষ্টটা তিনি পেয়েছিলেন, তার সন্তান হিসেবে আমরা কেউ এমন কষ্টের সম্মুখীন হই, তা তিনি চাননি।' কন্টাক্ট মিউজিক
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়