Saturday, March 28

এক বছর পর নাঈম ও মিম


বিনোদন ডেস্ক: নাঈম ও বিদ্যা সিনহা সাহা মিম বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। দুজনই সম্ভাবনাময় অভিনয়শিল্পী হিসেবে পরিচিত। এবারই প্রথম তারা বিজ্ঞাপনে জুটিবদ্ধ হয়ে দর্শকের সামনে আসছেন। মাহমুদ পরিচালিত যমুনা ফ্রিজের বিজ্ঞাপনে তারা দুজন জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। নবদম্পতির জীবনের নানা খুনসুটির মধ্য দিয়ে বিজ্ঞাপনটির গল্প উপস্থাপিত হবে। এতে কাজ করা প্রসঙ্গে নাঈম বলেন, 'আমি এখন পর্যন্ত যত বিজ্ঞাপনে কাজ করেছি, সব বিজ্ঞাপনেই কোনো না কোনো গল্প থাকে। এ বিজ্ঞাপনেও একটি গল্প আছে।' অন্যদিকে মিম বলেন, 'নাঈমের সঙ্গে এর আগে বেশ কিছু নাটকে কাজ করেছি। সেগুলো দর্শকের কাছে ভালো লেগেছিল। আশা করছি আমাদের প্রথম বিজ্ঞাপনটিও দর্শকের ভালো লাগবে।' পরিচালক জানান, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার হবে। এদিকে আশফাক বিপুলের নির্দেশনায় হরলিক্সে একটি বিজ্ঞাপনে সর্বশেষ মডেল হিসেবে কাজ করেছেন নাঈম। তানভীর হাসানের নির্দেশনায় 'মুরগি মার্কা ঢেউটিন'-এ তিনি প্রথমবারের মতো মডেল হন। এ বিজ্ঞাপনের 'নতুন দিনের নতুন সিদ্ধান্ত' সংলাপটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এদিকে নাঈম অঞ্জন আইচের নির্দেশনায় 'প্রজাপতিসেন' নাটকের কাজ শেষ করেছেন গত সপ্তাহে। মিম ব্যাংকক থেকে ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'সুইটহার্ট' চলচ্চিত্রের কাজ শেষ করে ফিরেছেন। এর আগে তিনি শেষ করেছেন তন্ময় তানসেন পরিচালিত 'পদ্ম পাতার জল' চলচ্চিত্রের কাজ। নাঈম ও মিম সর্বশেষ আবু রায়হান জুয়েল পরিচালিত 'পুতুল পুতুল খেলা' নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন গত বছর মার্চে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়