Saturday, March 28

বোকো হারামের দখলমুক্ত নাইজেরিয়ার গুওজা


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: বোকো হারাম জঙ্গিদের হাত থেকে নাইজেরিয়ার গুরুত্বপূর্ণ গুওজা শহর মুক্তের কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নাইজেরিয়ায় নির্বাচনের আগে দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের গুওজা নামে এই শহরটি বোকো হারামের সদর দফতর বলে মনে করা হয়। এখান থেকেই পশ্চিমা শিক্ষাবিরোধী এই ইসলামপন্থী সংগঠনটি তাদের খেলাফত প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিল এবং এটি ছিল তাদের দখলে থাকা শেষ শহরগুলোর অন্যতম। নাইজেরিয়ার সাধারণ নির্বাচনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। ঠিক তার আগে আগে গুওজা পুনর্দখলের এই খবর জানালো দেশটির সেনাবাহিনী। বোকো হারামকে মোকাবিলা করতে একটি আন্তর্জাতিক বাহিনীকে সময় দিতে এই নির্বাচন ছয় সপ্তাহ পেছানো হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়