ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ:
আগামী ২৯ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে উভয়ই স্বাগতিক দেশ, উভয়েই শিরোপা প্রত্যাশী। অস্ট্রেলিয়া এর আগে চারবার বিশ্বকাপ জিতেছে। কিন্তু নিউজিল্যান্ড এবার প্রথমবারের মত ফাইনালে উঠেছে।
এবারের বিশ্বকাপে পারফরম্যান্সের কথা বিবেচনা করলে কেউ কারও চেয়ে কমা নয়। কিন্তু কথা সেটি নয়। আসল কথা হচ্ছে, নিউজিল্যান্ড গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচ তাদের দেশে খেলেছে। সব ম্যাচই জিতেছে। ফাইনাল ম্যাচ খেলার জন্যে তাদের উড়ে যেতে হবে অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সবচেয়ে বড় মাঠ হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এটি একটি ঐতিহাসিক স্টেডিয়ামও বটে। অন্য মাঠের তুলনায় এখানে ব্যাটসম্যানদের চার, ছয় মারতে গেলে অনেক কষ্ট করতে হয় ও কিছু কৌশল অবলম্বন করতে হয়। ফিল্ডারদেরও উইকেট নিতে একটু বেশি সতর্ক থাকতে হয়।
২০১১ সালের পর থেকে এ মাঠে নিউজিল্যান্ড কোনও ম্যাচ খেলেনি। কিন্তু এবার বিশ্বকাপের শুরুর দিনই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৪২ রান করেছিল। পরে তারা ইংলিশদের ৪১.৫ ওভারে ২৩১ রানে বেধে ফেলেছিল। ওই ম্যাচে অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ১৩৫ রান করেছিলেন।
ফাইনাল ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক আলোচনা হচ্ছে। নিউজিল্যান্ডের অনেক সমর্থকরাও লিখছেন, পরের দেশে বড় মাঠে পারবে তো নিউজিল্যান্ড?
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়