Friday, March 27

কানাইঘাটে স্বাধীনতার ৪৪তম বার্ষিকী ও জাতীয় দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও তোপধ্বনির মাধ্যমে কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের সূচনালগ্নে রাত ১২টা এক মিনিটে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কানাইঘাট প্রেসকাব, উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, জাতীয় পার্টি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বাংলাদেশ শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সকাল ৯টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মহিউদ্দিন এসময় বাংলাদেশ পুলিশ, আনসার বিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, শারীরিক কসরতের সালাম গ্রহণ এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বেলা ১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা পরিষদ মিলনায়তন হলে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিঃ জেমস্ লিও ফারগুসন নানকা, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কাউন্সিলার ফখর উদ্দিন শামীম, কানাইঘাট প্রেসকাব সভাপতি এম.এ. হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, সাবেক কমান্ডার গিয়াস উদ্দিন চৌধুরী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে কানাইঘাটে ৪৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়