Wednesday, February 25

কানাইঘাটে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি : টাকা ও স্বর্ণালঙ্কার লুট


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলায় বড় চতুল গ্রামের ইউপি সদস্য আলমাছ উদ্দিন চৌধুরীর বাড়ীতে ডাকাতির খবর পাওয়া গেচে। ডাকাতরা ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা সহ সাড়ে ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে বাড়ির মালিক আলমাছ উদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন। এ ব্যাপারে আলমাছ উদ্দিন চৌধুরী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার রাত অনুমান দেড়টার সময় ৬/৭ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে। এ সময় তাঁর ছেলে রাসেল আহমদ চৌধুরী ঘুম থেকে জেগে উঠলে দুর্বৃত্তরা তাকে মারপিট করতে থাকে। চিৎকার শুনে পার্শ্ববর্তী কক্ষ থেকে রাসেলের মা মিনা বেগম ও প্রবাসী চাচা রফিক আহমদ চৌধুরী এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদেরকেও মারপিট ও ভয়ভীতি প্রদর্শন করে একই কক্ষে আটকেন রাখে। এ সময় দুর্বৃত্তরা ঘরের ৪টি কক্ষের আলমিরা ভেঙ্গে ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ৫টি মোবাইল সেট সহ প্রায় সাড়ে ১৭ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী বলেন, আলমাছ চৌধুরীর বাড়ী থেকে মালামাল লুটের ঘটনাটি নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগটি তদন্তাধীন আছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়