কানাইঘাট নিউজ ডেস্ক:
গরম পড়তে আর বেশি দেরি নেই৷ ঘরকে ঠান্ডা রাখতে এয়ার কন্ডিশনার অথবা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনার পরিকল্পনা থাকলে এখনই কিনে ফেলুন।
গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে বাড়িতে একটা এসি না হলেই নয়৷ তবে কেনার আগে খেয়াল রাখবেন এসি অনেক ধরনের হয়, বাড়ির ধরন বুঝে এসি কেনার চেষ্টা করবেন৷
বাড়িতে জানালা থাকলে বসাতে পারেন উইন্ডো এসি৷ ভিতরের গরম বাতাস বাইরে বের করে দেবে৷ বাইরের ঠাণ্ডা বাতাস ঘরের ভেতরে আসতে সাহায্য করবে এই নির্দিষ্ট এসি৷ যদি একটা মাত্র ঘরের জন্য এসি চান তাহলে উইন্ডো এয়ার কন্ডিশনার সঠিক অপশন৷ এতে অর্থও সাশ্রয় হবে৷ আবার ঘরের কুলিং সিস্টেমও অক্ষুণ্ণ থাকবে৷
তবে বাড়িতে যদি সেই রকম জানালা না থাকে, অথবা যদি জানালায় এসি বসাতে না চান তাহলে পোর্টেবল এয়ার কন্ডিশনার কিনতে পারেন৷ তবে খেয়াল রাখবেন, এই ধরনের এয়ার কন্ডিশনারে কিন্তু আওয়াজ বেশি হয়৷ আপনার সুবিধা মতো বাড়ির ফ্লোরে ইনস্টল করা থাকবে এসি৷ তবে পোর্টেবল এসি কেনার সময় অ্যাডজাস্টেবল হোসটি অবশ্যই দেখে নেবেন৷ সিঙ্গল হোসের চেয়ে ডুয়েল হোসের এসি ঘর ঠাণ্ডা রাখতে বেশি কাজ দেবে৷
এদিকে ঘরের আয়তন তুলনামূলক ভাবে অনেকটাই বড় হলে, স্প্লিট এসি বা ডাক্টলেস এসি ব্যাবহার করতে পারেন৷ বসার ঘর অনেক সময়েই বাড়ির অন্যান্য ঘরের চেয়ে বড় হয়৷ সেক্ষেত্রে স্প্লিট এসি অনেক বেশি কাজে দেবে৷
তবে চিরাচরিত এয়ার কন্ডিশনার যদি পছন্দ না হয় অনেক স্মার্ট অপশনও এখন আছে৷ যেমন ধরুন আপনার স্মার্ট ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে এয়ার কন্ডিশনারের মাত্রা৷ শুধু ওয়াই ফাই কানেকশন থাকতে হবে৷ আপনার মোবাইল ফোনে ইনস্টল করে দেওয়া হবে একটি অ্যাপও৷ সেই অ্যাপ চালু থাকলে এসি স্বয়ংক্রিয়ভাবে বুঝে যাবে কখন আপনি ঘরে আছেন, কখনই বা নেই৷ সেই মতোই হবে ঘর ঠাণ্ডা রাখার ব্যবস্থা৷
এসি কেনার আগে তার দরদাম আগে থাকতেই জানা থাকলে কিনতে সুবিধা হবে৷ কারণ তাতে বাজেটের থেকে বেশি খরচের সম্ভাবনা কম থাকে৷
এসি কেনার আগে ঘরের আয়তন সম্পর্কে ভালো করে ধারণা নিন৷ ঘরের আয়তন অনুযায়ী এসি যদি কেনেন তাহলে ঘর অনেক ভালো ভাবে ঠাণ্ডা হবে৷ আবার অর্থ সাশ্রয়ে অনেকটাই সাহায্য করবে৷ কোন ব্র্যান্ডের এসি কিনছেন, তার উপরে অনেকটাই নির্ভর করছে এসির দাম৷ স্প্লিট এসির দাম তুলনামূলক একটু বেশি৷ ঘর যদি সত্যিই বড়ো হয় তাহলে অন্তত দেড় টনের এয়ার কন্ডিশনার না কিনলে তেমন লাভ হবে না৷ ওয়াই ফাই এনাবেলড এসির দাম স্বাভাবিক ভাবেই একটু বেশি৷ ঘর ঠাণ্ডা রাখার জন্য আর একটু সস্তা বিকল্প খুঁজতে চান তাহলে এয়ার কুলার কিনতে পারেন৷ ছোট ঘরকে ঠাণ্ডা রাখার জন্য মিনি এয়ার কুলারও কিনতে পারেন৷
তবে যে এয়ার কন্ডিশনার বা এয়ার কুলারই কিনুন না কেন, ভালো করে দেখে নিন, সেই নির্দিষ্ট শীতাতপ যন্ত্রটি বিদ্যুতের সাশ্রয় করতে কতটা সক্ষম?
Saturday, February 28
এ সম্পর্কিত আরও খবর
শীতকালে বিয়ে করলেই পাবেন বাড়তি ৭ সুবিধা বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালেই অধিকাংশ মানুষ বিয়ের পরিকল্পনা করেন। কারণ কেউ কেউ শীতকালক
কানাইঘাটে জেলা প্রশাসকের দেওয়া বক্তব্য সর্বমহলে প্রশংসিতনিজস্ব প্রতিবেদক:কানাইঘাট উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজনদের সাথে ম
ডায়াবেটিসের মহৌষধ মেথি শাক! ওজন কমাতেও সেরার সেরাবদলে গেছে গ্রাম বাংলার চেনা মানচিত্র। প্রকৃতির আশ্রয় ছেড়ে নগরায়নে বিশ্বাসী হয়ে উঠছেন গ্রামের মানুষ
রূপচর্চায় অপরাজিতা ফুল চমৎকার নীল রঙের অপরাজিতা ফুলের রয়েছে অনেক ভেষজ গুণ। ফুলটির শুকনো পাপড়ি দিয়ে তৈরি করা যায় নান
ডিমের থেকে বেশি প্রোটিন থাকে যে ৫ শাক-সবজিতে ডিম প্রোটিনের অন্যতম সেরা উৎস। ডিমকে প্রোটিনের অন্যতম সেরা উৎস হিসেবে বিবেচিত হয়। কারণ প্রতি
বিজয়া দশমীর স্পেশাল রেসিপি বিজয়া দশমী বাংলাদেশের হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। আর বিজয়া দশমীর আয়োজনে
F4 দেখাচ্ছে কেনো
ReplyDelete