Friday, February 20

প্রধান অতিথি আল্লামা মাহমুদ মাদানী ভারত ॥ কানাইঘাট দারুল উলুম মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীট আল্লামা মুশাহীদ বায়মপুরী (রা.) এর পুণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া কানাইঘাট দারুল উলুম দারুল হাদীস মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন আগামী ২৫ ফেব্রুয়ারী বুধবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। রাত দিন ব্যাপী এই ইসলামী সম্মেলনকে ঘিরে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। বার্ষিক এ ইসলামী সম্মেলনের আয়োজন পুরোদমে চলছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টারিং সহ মাইকিং পুরোদমে চলছে। বিশাল মঞ্চের কাজ করছেন মাদ্রাসার শত শত ছাত্ররা। মোশাহীদ বায়মপুরীর স্মৃতি বিজড়িত দারুল উলূম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনকে ঘিরে প্রতি বছর আলিম উলামাদের মিলন মেলা ঘটে। এবারের মাহফিলে ভারতের দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল আল্লামা মাহমুদ মাদানী সহ ভারত, পাকিস্তান ও দেশের প্রখ্যাত হক্কানী উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। মাদ্রাসার মুহতমিম শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বীণ ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী জানিয়েছেন, সকলের সার্বিক সহযোগিতা ও মহান আল্লাহ রাব্বুল আল আমিনের অশেষ মেহেরবাণীতে বার্ষিক ইসলামী সম্মেলনের যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার পথে। তিনি উক্ত দ্বীনি মাহফিলকে সফল ও সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়