কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রাপ্য কোটা অনুযায়ী এ বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির বৈঠকে বলা হয়, হজ যাত্রীদের মধ্যে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য মো. আসলামুল হক, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, মোহাম্মদ আমীর হোসেন এবং দিলারা বেগম।
এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হজের সফলতার সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সফলতা তথা সরকারের সফলতা নির্ভর করে মর্মে বৈঠকে ঐকমত্য পোষণ করা হয়।
হজ নিয়ে কেউ যেন প্রতারণা না করে সে বিষয়ে মন্ত্রণালয়কে সার্বক্ষনিক সতর্ক থাকার পরামর্শ দেয়া হয় এবং হজ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে হজে যেতে ইচ্ছুকরা যেন কোনভাবেই প্রতারিত না হন সেজন্য সৌদি সরকারের কালো তালিকাভুক্ত ৬৭টি হজ এজেন্সির তালিকা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
Saturday, February 28
এ সম্পর্কিত আরও খবর
ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার ইভান ফার্গুসনকে ড্রাইভিং শেখাচ্ছেন জকিগঞ্জের জাকারিয়া কানাইঘাট নিউজ ডেস্ক :ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল তারকা ইভান ফার্গুসনকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছেন জ
ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কানাইঘাটের কাওসারকানাইঘাট নিউজ ডেস্ক:এবার দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেট
কানাইঘাটে দেড় শতাধিক কিশোরকে বিনামূল্যে খৎনানিজস্ব প্রতিবেদক:সিলেটের কানাইঘাটে আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদের উদ্যােগে ফ্রি স
মৃতব্যক্তির নিকট সওয়াব পৌঁছানোর কিছু আমলইসলামে মৃত আপনজন ও ভাই-বন্ধুর নিকট ঈসালে সওয়াব পৌঁছানোর সুযোগ রয়েছে। তাই জীবিতদের উচিত সেই সুযোগ কা
জুমার আদব রক্ষাকারীর যে ১০ দিনের গুনাহ মাফ হয় জুমার দিন; তথা শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। যা আমাদের
অহংকার আর অহংকারীর ভয়ানক পরিণতি সম্পর্কে ইসলাম যা বলছে আমাদের সমাজে একটি কথা বহুল প্রচলিত, তা হলো- ‘অহংকার পতনের মূল’। প্রতিটি মানুষের মধ্যে দুটি শক
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়