Monday, February 2

বেঁটে মানুষ টম ক্রুজ


বিনোদন ডেস্ক: হলিউড তারকা টম ক্রুজ বেঁটে- এ কথা কে বিশ্বাস করবে? ৫ ফুট ৫ ইঞ্চির মিশন ইম্পসিবল, অবলিভিয়ন তারকাকে এবার বেঁটেই হতে হবে। বাস্তবে তো হওয়া সম্ভব নয়। তাই চলচ্চিত্রের প্রয়োজনে তাকে বামনের চরিত্রে দেখতে পারেন দর্শক। লেপরিকন, স্টার ওয়ার্স, হ্যারি পটার সিরিজের অভিনেতা ওয়ারউইক ডেভিসের জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করতে পারেন টম ক্রুজ। এমনটাই আশা করছেন ডেভিস। ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ওয়ারউইক ডেভিস এক সাক্ষাৎকারে বলেছেন, চরিত্রের প্রয়োজনে আমাকে ছবিতে নেয়া হয়। মঞ্চে অভিনয় করতে ভালোবাসলেও উচ্চতা কাস্টিংয়ের জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। কেউ আমাদের নিতে চায় না। বামন বলে তাড়িয়ে দেয়। তারপরও আমি চেষ্টা করেছি। নিজের যোগ্যতা ও অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছি। তাই আমি মনে করি, আমাকে নিয়ে ছবি নির্মাণ করা যেতে পারে। এই ছবিতে আমার জীবনের যত কষ্ট ও যন্ত্রণা আছে, তা ফুটিয়ে তোলা সম্ভব হবে এবং আমি পরিপূর্ণতা পাব। এর জন্য যোগ্য ব্যক্তিটিই হচ্ছেন টম ক্রুজ। টিভি থ্রি, এঙ্পোজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়