Sunday, February 1

কানাইঘাটে এসএসসি ও সমমনা পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
বিরোধী জোটের টানা অবরোধ কর্মসূচী এবং দেশব্যাপী ৭২ ঘন্টার হরতালের কারনে এসএসসি ও সমমনা পরীক্ষার সময় সূচী পরিবর্তন করা হয়েছে। আগামী বুধবার থেকে পুণরায় দেশব্যাপী এসএসসি ও সমমনা পরীক্ষা কানাইঘাটে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে রোববার বেলা ১টায় আইন শৃঙ্খলা রক্ষা সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কেন্দ্র সচিব, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্য ছাড়াও জনপ্রতিনিধি আনসার ভিডিবি’র সদস্য ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া তার বক্তব্যে বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর যেন বলী আপনার আমার সন্তান পরীক্ষার্থীরা না হন তার জন্য দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বুধবার থেকে পুণরায় অনুষ্ঠিতব্য এস.এস.সি ও সমমনা পরীক্ষা কানাইঘাটে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা দিতে পারেন তার জন্য সকল পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর ও আনসার ভিডিবি সদস্যদের মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন। কেউ নাশকতামূলক কর্মকান্ড করলে তাৎক্ষণিক আইনের আওতায় তাকে আনা হবে। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাদের মতামত তুলে ধরে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে। পরীক্ষার্থীরা যাতে করে নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিত হতে পারেন তার জন্য কেন্দ্রে নিরাপত্তা জোরদার, রাতদিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, যানবাহনের ব্যবস্থা নিশ্চিতকরন এবং শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তায় পুলিশি টহল জোরদারের পরামর্শ দেন তারা। সড়কের বাজার স্কুল, গাছবাড়ী মর্ডাণ একাডেমী, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কানাইঘাট মনসুরিয়া পরীক্ষা কেন্দ্রে আশপাশ এলাকা ঝুকিপূর্ণ উল্লেখ করে নিরাপত্তা জোরধারের দাবী জানান শিক্ষকবৃন্দ। শিক্ষকদের পক্ষ থেকে এ ব্যাপারে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা আশ্বাস দেওয়া হয়। সভাপতির বক্তব্যে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বলেন, কানাইঘাটে এস.এস.সি ও সমমানের পরীক্ষার ৬টি কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক কর্মকান্ডের সুযোগে কোন দুষ্কৃতিকারী চক্র পরীক্ষা চলাকালীন সময়ে নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এতে চিন্থিত না হওয়ার জন্য তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্থ করে আরো বলেন, ইতিমধ্যে কানাইঘাটে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সড়কের বাজার ও গাছবাড়ী বাজার, মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে পুলিশের একাধিক টিম রাতদিন টহল দিচ্ছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে সবকিছু করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়