Saturday, February 7

কানাইঘাটে ছাত্রদল নেতা গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনা নিয়ে কানাইঘাট বাজারে শুক্রবার রাতে ছাত্রদলের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার জের ধরে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন (২৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। শনিবার এ ছাত্রদল নেতাকে উপজেলার সড়কের বাজার এলাকায় পূর্বের একটি গাড়ী পোড়ানো মামলার আসামী দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল বাশার সমর্থিত ছাত্রদল নেতা তাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের কিছু নেতাকর্মী একই গ্রুপের ছাত্রদল কর্মী সালা উদ্দিনকে মারধরের চেষ্টা করলে সে বাজারের মসজিদ মার্কেটে গিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন ও একই মার্কেটের ব্যবসায়ী ছাত্রদল নেতা দেলোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নিলে তাজুল ইসলাম সেখানে হামলা চালানোর সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ আসলে ছাত্রদলের নেতাকর্মীরা চলে যায়। রাত ১০টার দিকে ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়ী দুর্লভপুর গ্রামে যাবার পথে পুলিশ উত্তর বাজার থেকে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়