Saturday, February 7

কানাইঘাটে এডভোকেট নাসির উদ্দিন খান‍"বিএনপি জামায়াত জোটের জঙ্গী কর্মকান্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে”


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপি জামায়াত জোটের নেতাকর্মীরা আন্দোলনের নামে জঙ্গী কায়দায় যান বাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। একদিকে তারা অবরোধ অন্যদিকে ঘন ঘন হরতাল ডেকে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। এ অশুভ শক্তির ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিহত করতে তিনি আ’লীগের নেতাকর্মীদেরকে দেশবাসীকে সাথে নিয়ে পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান। এড. নাসির উদ্দিন খান শনিবার বিকেল ২টায় ইউনিক কমিউনিটি সেন্টারে কানাইঘাট সদর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলনে মাষ্টার মামুন আহমদ সভাপতি ও তাজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ইউপি আ’লীগের আহ্বায়ক ফয়জুর রহমান মোহরীর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সদস্য নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ। সম্মেলনে উদ্বোধন করেন উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে রফিক আহমদ, লোকমান হোসেইন, মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, ওলিউর রহমান, রিংকু চক্রবর্তী ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইলিয়াস দিনার সহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়