কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রাণঘাতী ভাইরাস ইবোলার প্রতিষেধকের প্রথম ব্যাপক পরীক্ষা শুরু হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায়। কঠোর নিরাপত্তার মধ্যে এই ভ্যাকসিন লাইবেরিয়ায় আনা হয়েছে এবং এক গোপন স্থানে এগুলো রাখা আছে।
ইবোলার বিরুদ্ধে এই ওষুধ কার্যকর কি না, তার পরীক্ষায় প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।
লাইবেরিয়া থেকে বিবিসির একজন সংবাদদাতা বলছেন, এই পরীক্ষার সাথে যুক্ত লাইবেরিয়ান এবং আমেরিকান ডাক্তাররা জানাচ্ছেন যে এই পরীক্ষায় নিরাপদ মাত্রার ইবোলা ভাইরাস স্বেচ্ছাসেবীদের দেহে ঢুকিয়ে দেয়া হবে।
ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে মানব দেহে যে প্রতিক্রিয়া দেখা দেবে, তা থেকে তৈরি হবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা।
পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে গত এক বছরে ইবোলা মহামারীতে প্রায় ৯ হাজার রোগী প্রাণ হারিয়েছে।
এই মহামারী বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কার মধ্যে এর ভ্যাকসিন নিয়ে নানা দেশে এখন ব্যাপক গবেষণা চলছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
স্বাস্থ্য

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়