ঢাকা : গণতন্ত্র রক্ষার আন্দোলনে জনগনকে পাশে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশিষ্ট চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার বেগম জিয়ার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এর এক ঘন্টা আগে ৬জন সাংস্কৃতিক ব্যাক্তিত্বকে সঙ্গে নিয়ে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করতে প্রবেশ করেন তিনি।
গাজী মাজহারুল আনোয়ার বলেন, বেগম জিয়া ভালোভাবে কথা বলতে পারছেন না। তিনি খুবই অসুস্থ। তারপরও তিনি আমাদের আস্তে আস্তে বলেছেন, ‘আমার দল সন্ত্রাস ও জঙ্গিবাদের দল নয়। তারপরও কেন আমাকে এভাবে বন্দী করে রাখা হয়েছে?’
তিনি আরও বলেন, বেগম জিয়া আমাদেরকে বলেছেন, নিজের সূস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন।
অবরোধ তুলে নেওয়ার বিষয়ে খালেদার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে গাজী মাজহার বলেন, ‘এ বিষয়ে তার সাথে আমাদের কোনো কথা হয়নি।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়