সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভুল চিকিৎসা নিচ্ছেন।
তিনি যে রোগে আক্রান্ত সেই রোগের চিকিৎসক না নিয়ে একজন অর্থপেডিক ডাক্তার দিয়ে ভুল চিকিৎসা নিচ্ছেন।
ভালো চিকিৎসক পাঠিয়ে খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে মঞ্চে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসির সভাপতিত্বে সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সিরাজগঞ্জে উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে ভাঙ্গনের থেকে সিরাজগঞ্জ শহরবাসীকে রক্ষা করা হয়েছে।
তিনি আরো বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধান করা হয়েছে। সিরাজগঞ্জের সয়দাবাদে শিল্পপার্ক স্থাপনের জন্য ইতিমধ্যে ৩১২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই শিল্পপার্কে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। এখানে প্রায় ৩ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বিএনপি-জামায়াতের আমলে বন্ধ থাকা কওমী জুট মিলস (জাতীয় জুট) মিলস চালু করা হয়েছে। সিরাজগঞ্জের মানুষকে সম্মান করার জন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে বলে জানান স্থানীয় এ সংসদ সদস্য।
তিনি বলেন, সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সিরাজগঞ্জে বিএনপি জামায়াতের দিন শেষ হয়ে গেছে। বর্তমান মহাজোট সরকারের আমলে সিরাজগঞ্জে যে উন্নয়ন হয়েছে তাতে বিএনপি-জামায়াত আর কোনদিন ঘুরে দাঁড়াতে পারবে না।
সম্মেলন উদ্বোধন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, আব্দুর রহমান এমপি, খায়রুজ্জামান লিটন এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, গাজী আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়