Saturday, January 31

ক্ষতিগ্রস্তরাই খালেদার কার্যালয়ের সব সংযোগ বিচ্ছিন্ন করেছে


মাদারীপুর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, টিঅ্যান্ডটি, গ্যাস ও ইন্টারনেটের লাইন সরকারের পক্ষ থেকে বিচ্ছিন্ন করা হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, এ সব লাইন বিচ্ছিন্ন করেছে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও কর্মচারীরা। শনিবার দুপুরে মাদারীপুরে চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। নৌমন্ত্রী বলেন,’আমাদের শ্রমিক ও কর্মচারীরা বিদ্যুৎ বিভাগে কর্মরত আছেন। পানি উন্নয়ন বোর্ড, টেলিফোন-গ্যাসেও কর্মরত রয়েছেন। প্রথমে খালেদা জিয়াকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি অনুরোধ শোনেননি। কথা না শোনার কারণে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা এ সব লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। এর দায়-দায়িত্ব শ্রমিক ও কর্মচারীদের, সরকারের নয়।’ খালেদা জিয়াকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়ার পরও খালেদা জিয়া যদি চরিত্র না পাল্টায় তাহলে তার বাসার সামনের চারদিকে পোড়া গাড়ি রাখা হবে এবং আহত ও নিহত পরিবারের লোকজন অবস্থান করবে। একই সঙ্গে তার বাসায় খাবার সরবরাহও বন্ধ করে দেওয়া হবে।’ শাজাহান খান বলেন, ‘আপনার (খালেদা) ডাকা অবরোধে যারা নিহত ও আহত হয়েছেন তাদের ব্যথা আপনার অনুভব করা উচিত। আপনার এক ছেলের মৃত্যুতে আপনি শোকাহত হয়েছেন, আপনি কেঁদেছেন আর আজকে শত শত সন্তান নিহত হচ্ছে, খুন করছেন। তাদের পরিবারের দিকে আপনাকে তাকাতে হবে। যদি না পারেন এর দায়-দায়িত্ব নিয়ে তার খেসারত আপনাকেই দিতে হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়