Saturday, January 31

খালেদার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদ জামায়াতের


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ শনিবার বিকেলে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘বেশ কয়েকদিন আগে থেকেই এ সরকারের কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দিয়ে আসছিলেন। কিন্তু তীব্র গণআন্দোলনের ভয়ে ভীত হয়ে গতকাল (শুক্রবার) একজন মন্ত্রী শ্রমিক সমাবেশে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পানি, বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন করার হুমকি প্রদান করেন। তার এ হুমকির পর গতকালই (শুক্রবার) গভীর রাতে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং শনিবার সকালে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনা প্রমাণ করে যে, সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘সরকারের এ ন্যক্কারজনক ঘটনা থেকে প্রমাণিত হয়, সরকার বিরোধীদলকে নির্মূল করে বাকশালী কায়দায় দেশ শাসন করতে চায়। তাই আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ, বিশেষ করে জাতিসংঘকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়