Wednesday, January 7

বিমানবন্দরে ড্রেন থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার


ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে শাপলা আক্তার (১৮) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে মৃতদেহটি উদ্ধার করার পর বিকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বিমানবন্দরের ১ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাড়ির সামনের ড্রেনে শাপলার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শাপলা ৪ নম্বর সেক্টর অবস্থিত ফরিদ মার্কেটের পাশে দক্ষিণখান এলাকায় একটি ভাড়াটে বাসায় থাকতো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়