Wednesday, January 28

কানাইঘাটের সাবেক চেয়ারম্যান দুদু মিয়ার ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কানাইঘাট সদর ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৪ বারের নির্বাচিত সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আহমদ সিদ্দিকী দুদু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি …….. রাজিউন। মঙ্গলবার দিবাগত রাত ২ টায় অসুস্থ অবস্থায় দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আহমদ সিদ্দিকী দুদু মিয়া ৬৮ বছর বয়সে তার পৌর শহরস্থ নিজ বাস ভবনে মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা’র নামায অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ শরীক হন। এরপর বাদ আসর মরহুমের নিজ বাড়ী সোনাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। আহমদ সিদ্দিকী দুদু মিয়া একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি প্রথমে ন্যাপের রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তিনি প্রথমে জাগদলে যোগদান, পরবর্তীতে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। টানা ২৬ বছর কানাইঘাট সদর ইউপির ২বার এবং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ২বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উন্নয়ন মূলক কর্মকান্ডে অসামান্য অবদান রাখেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপজেলা বিএনপির অন্যতম নীতি নির্ধারক ছিলেন। উল্লেখ্য যে, আহমদ সিদ্দিকী দুদু মিয়ার চাচা আব্দুস সালাম পাকিস্তান প্রদেশিক পরিষদের ভূমি মন্ত্রী ছিলেন। এদিকে আহমদ সিদ্দিকী দুদু মিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক সাংসদ ও সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাহির চৌধুরী, বিএনপি নেতা কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি কাউন্সিলার শরিফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইফজালুর রহমান,মস্তফা-হক চৌধরী ট্রাস্টের চেয়ারম্যান আর.কে.এম মোস্তাক চৌধূরী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়