Wednesday, January 28

গাছবাড়ী মর্ডাণ একাডেমি’র ৮১ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন


 নিজস্ব প্রতিবেদক:
শুধু শিক্ষিত হলে চলবে না, শিক্ষাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে নিজেদেরকে মেলে ধরতে হয়। শিক্ষিত বেকার না হয়ে নিজেদের উদ্যোগেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শিক্ষার যোগ্যতা কাজে লাগিয়ে নিজের ও  দেশ এবং জাতির জন্য সকলকে কাজ করতে হবে। কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া বুধবার উপজেলার গাছবাড়ী মর্ডাণ একাডেমির ৮১ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। বুধবার কানাইঘাটের গাছবাড়ী মর্ডাণ একাডেমির ৮১ বছর পূর্তি, প্রাক্তন ছাত্র-ছাত্রী সমাবেশ, বার্ষিক পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হানিফ আহমদ ও প্রাক্তন ছাত্র কামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশে শিক্ষিত লোক অনেক আছে। কিন্তুু সবাই কর্মক্ষেত্রে নেই। কারণ সবাই শিক্ষাগত যোগ্যতা দিয়ে শুধু চাকরি চায়। সে তুলনায় চাকরির ক্ষেত্র কম হওয়ায় অনেকেই পায় না। ফলে শিক্ষিত হয়েও অনেকে বেকার থাকছে। এ জন্য সবাইকে সাধারণ পড়ালেখায় মনোযোগী না হয়ে কারিগরি শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। আজ জেনে ভাল লাগছে যে এই প্রতিষ্ঠানটি তার পথচলার ৮১ বছর পূর্ণ করছে। এই বিশাল পথযাত্রায় সৃষ্টি করেছে অনেক আলোকিত মানুষ। পূর্বসুরীদের থেকে আরও এগিয়ে যেতে হবে বর্তমান শিক্ষার্থীদের। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ছালিক আহমদ বলেন, আমাদের সন্তানদের সু-শিক্ষায়  শিক্ষিত করে মূল্যবোধ সম্পন্ন মানুষের মত মাুনষ হিসেবে গড়ে তুলতে হবে। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই নানা চরাই উৎরাই পেরিয়ে আজ তার ৮১ বছর পূর্ণ করেছে। নানা প্রতিকুলতা ডিঙিয়ে গ্রামীণ এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই উপজেলার একটি মডেল ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ পেয়েছে আমাদের গাছবাড়ী মর্ডাণ একাডেমিটি। আমরা সকলের সহযোগিতায় আগামিতে এই প্রতিষ্ঠান একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প কর্মকর্তা আলতাফুল হক চৌধুরী। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মখলিছ-উর-রহমানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৮নং ঝিঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুস সাত্তার, গাছবাড়ি মর্ডাণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিফতাহুল বর চৌধুরী, শিক্ষানুরাগী এখলাছুর রহমান, গাছবাড়ি সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাস্টার মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন শাহ্ নেওয়াজ খছরু, সাব্বির আহমদ, হাফিজুর রহমান, আব্দুর রহিম, এডভোকেট সরফ, এমদাদুর রহমান, মাস্টার ফয়েজ উদ্দিন, তাওহীদুল ইসলাম, হামজা হেলাল, হারুন রশিদ, খালেদ আহমদ সুমন, ডালিম আহমদ প্রমুখ। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠান শেষে বিকালে স্কুল প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়