Wednesday, January 7

অমিতাভের ছেলে সঞ্জয়!


কানাইঘাট নিউজ ডেস্ক: সঞ্জয় দত্তের বাবা কে? সবাই একবাক্যে বলবেন সুনীল দত্ত৷ কিন্তু বলিঅন্দরের খবর সঞ্জয়ের বাবা নাকি অমিতাভ বচ্চন! নাহ নেহাত গুজব নয়৷ তবে এই সঞ্জয় দত্ত একটু অন্যরকম৷ আসলে এই ঘটনা ঘটতে চলেছে তার বায়োপিকেই৷ যেখানে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর৷ সঞ্জয় এবং পরিচালক দুজনেরই ইচ্ছে তার বাবার ভূমিকায় অভিনয় করুন অমিতাভ বচ্চন৷ অমিতাভ-সঞ্জয়ের সম্পর্ক অনেকটাই বাবা-ছেলের মতোই৷ সিনিয়র বচ্চনকে বাবার মতোই শ্রদ্ধা করেন সঞ্জয়৷ অভিষেক তার কাছে ভাইয়ের মতো৷ আর তাই বায়োপিকে বাবার চরিত্রের কথা এলে অমিতাভই হয়ে ওঠেন প্রায় নির্বিকল্প৷ পরিচালক রাজকুমার হিরানির ছবিতেই শেষবারের মতো পর্দায় এসেছিলেন সুনীল দত্ত৷ দত্তসাবের প্রতি গভীর শ্রদ্ধা তার৷ আর তাই বন্ধুর বায়োপিকের এই মস্ত চরিত্রটিকে নিজের মনের মতো করেই তৈরি করতে চাইছেন রাজকুমার৷ আর অমিতাভ ছাড়া সুনীল দত্ত হয়ে ওঠার সেরা লোক আর কেই বা হতে পারেন বলিউডে!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়