Monday, January 26

ধূমপায়ীর আত্মহত্যার ঝুঁকি বেশি


কানাইঘাট নিউজ ডেস্ক: কোনো ধরনের মানসিক ভারসাম্যহীনতা থাকুক বা না থাকুক, ধূমপান করেন না এমন মানুষের তুলনায় ধূমপায়ীরা সব সময়ই আত্মহত্যা করার ঝুঁকিতে বেশি থাকেন। সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের গবেষকেরা এ কথা জানিয়েছেন। তাঁরা আরও বলছেন, ধূমপান থেকেই আত্মহত্যার প্রবণতা তৈরি হতে পারে। ইন্দো-এশিয়ান নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। ধূমপান নিরুৎসাহিত করে এমন নীতিমালা বাস্তবায়নের ফলে সমাজে আত্মহত্যার হার কমে আসে বলেও দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওই গবেষণায়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক রিচার্ড এ গ্রুকসা বলেন, ‘সিগারেটের ওপর অতিরিক্ত কর আরোপ এবং জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধে কড়াকড়ি আরোপের ফলে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার ১৫ শতাংশ কমে এসেছে।’ অফিস-আদালতসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ধূমপানে অভ্যন্তরীণ নিষেধাজ্ঞাও এই ঝুঁকি কমিয়ে আনতে সহায়ক বলেও মন্তব্য করেন অধ্যাপক গ্রুকসা। পরিসংখ্যানের ওপর ভিত্তি করে পরিচালিত এ গবেষণায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিদ্যমান ধূমপানবিরোধী আইন এবং সেসব রাজ্যে আত্মহত্যার হারের মধ্যে তুলনা করা হয়েছে। এতে দেখা গেছে, যেসব রাজ্যে ধূমপানবিরোধী আইন বেশ কঠোর এবং সিগারেটসহ তামাকজাত দ্রব্যের ওপর কর বেশি, সেসব রাজ্যে আত্মহত্যার হার তুলনামূলকভাবে কম। ধূমপানবিরোধী আইন আরও কঠোর করা এবং সিগারেট ও তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়ানোর পক্ষে ওকালতির পাশাপাশি এখন ই-সিগারেটের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন অধ্যাপক গ্রুকসা। ধূমপানে নিরুত্সাহিত করতে অনেকেই এখন ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট ব্যবহার করছেন। ধোঁয়ার পরিবর্তে বাষ্প তৈরি করা এই ই-সিগারেটে নিকোটিনের মাত্রা অনেক কম বা নেই বলে দাবি করছেন অনেকেই। কিন্তু এ বিষয়ে এখনো সর্বজন গৃহীত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি বিশেষজ্ঞরা। অন্যান্য অনেক মাদকে আসক্তির মতোই মানুষ প্রথমদিকে একটু ভালো বোধ করার জন্যই ধূমপান শুরু করেন কিন্তু পরে ধূমপান না করলে তাঁরা আর স্বাভাবিক থাকতে পারেন না। ‘নিকোটিন অ্যান্ড টোবাকো রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে রিচার্ড এ গ্রুকসা আরও বলেন, ‘অন্যান্য মাদকের মতোই নিয়মিত মাত্রাতিরিক্ত ধূমপান থেকেও হতাশা ও উদ্বেগ বাড়তে পারে, এটাই হয়তো ধূমপানের সঙ্গে আত্মহত্যার যোগসূত্র ব্যাখ্যা করতে পারে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়