Wednesday, January 7

বিকেএসপি ডাকছে তোমায়


কানাইঘাট নিউজ ডেস্ক সাকিব-মুশফিকদের মতো খেলোয়াড় হওয়ার স্বপ্ন যারা বিভোর, তাদের জন্য অপেক্ষা করছে বিকেএসপি। নতুন বছরের ভর্তি প্রক্রিয়ার নির্দেশনা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক বাছাই ও নির্বাচনের সময়সূচী: আগামী ১২ তারিখ (১২.০১.১৫) ঢাকা বিভাগে প্রাথমিক বাছাই হবে। বয়স হতে হবে ১২-১৩ বছর। ক্রিকেটের জন্য ছেলেদের নূন্যতম উচ্চতা হতে হবে ৫ ফুট ১ ইঞ্চি। মেয়েদের ৪ ফুট ১০ ইঞ্চি। ভর্তি শ্রেণী ৭ম। টেনিসের ক্ষেত্রে ৪র্থ-৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হবে। সেক্ষেত্রে বয়স ১০-১২ বছর। ক্রিকেট ও টেনিস ছাড়াও থাকছে আরচ্যারী ও অ্যাথলেটিক্স বিভাগে ভর্তির সুযোগ। রাজশাহী ও রংপুরে প্রাথমিক বাছাই হবে ১৩ জানুয়ারি। মঙ্গলবার। চট্টগ্রাম ও সিলেটে হবে ১৪ তারিখ। বুধবার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়