Saturday, January 31

কানাইঘাট প্রভাতীর বৃত্তি প্রদান ও শীত বস্ত্র বিতরণ সম্পন্ন


কানাইঘাট নিউজ ডেস্ক: মৌলভীবাজারের সাবেক জেলা শিক্ষা অফিসার বিশিষ্ট লেখক ও শিক্ষাবীদ খলিলুর রহমান বলেছেন যে কোন প্রতিযোগীতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। আর মসজিদ ভিত্তিক বৃত্তি পরীক্ষা অন্য যেকোন প্রতিযোগিতার চেয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ। গরিব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ। প্রত্যেক বিত্তবানদের এসব কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রভাতী সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত মসজিদ ভিত্তিক বৃত্তি প্রদান ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সংঘের সভাপতি মাষ্টার জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুর রহীম, প্রবীণ আলেমেদ্বীন প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, সমাজসেবী ও ব্যবসায়ী রেদোয়ানুল করিম, সাবেক সভাপতি মাওলানা সোয়াইব আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়