Monday, December 8

সম্ভাবনাময় সেবিকা পেশা


কানাইঘাট নিউজ ডেস্ক: চারদিকে যুদ্ধের বিভীষিকা, শোনা যাচ্ছে আহত সৈন্যদের আর্তচিত্কার। বিপন্ন এ মানবতার সেবায় ছুটে বেড়াচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ক্রিমীয় যুদ্ধের সময় আহত সৈন্যদের সেবায় আত্মনিয়োগ করে নার্সিং পেশাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ খেতাবজয়ী এ মহীয়সী। সেবার ব্রত নিয়ে মানুষ যে কয়েকটি পেশায় নিয়োজিত আছে, তার মধ্যে নার্সিং অন্যতম। দিন দিন জনসংখ্যা বাড়ছে, চিকিত্সা সুবিধা দিতে বাড়ছে হাসপাতালের সংখ্যা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নার্সের চাহিদাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী, একটি দেশে চিকিত্সক ও নার্সের অনুপাত হওয়া প্রয়োজন ১: ৩। কিন্তু বাংলাদেশে এ অনুপাত ২: ১। অর্থাত্, যেখানে একজন চিকিত্সকের বিপরীতে তিনজন নার্স থাকা প্রয়োজন, সেখানে আমাদের হিসাবটি উল্টো। আমাদের দেশে দুজন চিকিত্সকের বিপরীতে একজন নার্স রয়েছে। শুধু আহত, অসুস্থরাই নন, নার্সিং সেবা প্রয়োজন অন্যদেরও। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও দিন দিন বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। নাগরিক ব্যস্ততার এই কালে পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের বাড়তি শুশ্রূষার সুযোগ অনেকেরই হয় না। এক্ষেত্রে তাদের নিরবচ্ছিন্ন যত্নের নিশ্চয়তা হতে পারেন একজন নার্স। তাছাড়া, নার্সিং পেশায় মানবসেবার মহান ব্রত অবলম্বনের সুযোগের পাশাপাশি রয়েছে ভালো ক্যারিয়ার গড়ার সম্ভাবনা। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশেও প্রতিনিয়ত নার্সের চাহিদা বাড়ছে। আসলে এটি এমন একটি পেশা, যার চাহিদা স্থান-কাল-পাত্রে সীমাবদ্ধ নয়। এ পেশায় আসতে হলে বিএসসি ইন নার্সিং ডিগ্রি নিয়ে পেশাদার নার্স হওয়া যায়। উচ্চ মাধ্যমিকের পর বিএসসি ইন নার্সিংয়ে ভর্তি হতে হবে। তবে এজন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পেলেও মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও এ সনদ লাভের পথও খোলা রয়েছে। সরকারি কলেজগুলোয় ভর্তি সাধারণত জিপিএর ভিত্তিতেই হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বের হওয়ার পর পরই ভর্তি কার্যক্রম শুরু হয়। বর্তমানে সরকারি পর্যায়ে সাতটি বেসিক বিএসসি নার্সিং কলেজে এ কোর্স চালু আছে। কলেজগুলো হলো ঢাকা নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, চট্টগ্রাম নার্সিং কলেজ, রংপুর নার্সিং কলেজ, সিলেট নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ। এছাড়া, চাকরির বাজারে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে স্টেট কলেজসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যাল নার্সিংয়ের ওপর কোর্স চালু করেছে। ক্যারিয়ার সম্ভাবনা এ পেশায় দেশ-বিদেশে সর্বত্রই ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল, সমাজসেবা অধিদফতর, হোটেল, মোটেল, এনজিও এমনকি পর্যটন করপোরেশনেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এছাড়া নার্সিংয়ে বিএসসি পাস করে কানাডা, সৌদি আরবসহ বিভিন্ন দেশে সহজেই কাজ করার সুযোগ রয়েছে। তবে বিদেশে চাকরি পেতে হলে নার্সদের দক্ষ হওয়ার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হয়। এ পেশায় আয়ের অঙ্কটা নেহাত কম নয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়