Monday, December 8

চলতি মাসেই এলিট ডেঞ্জারাস


মহাকাশভিত্তিক গেম এলিট ডেঞ্জারাস ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে। আশির দশকের জনপ্রিয় গেম এলিটের চতুর্থ সংস্করণ এটি। গেমটির ডেভেলপার দলের প্রধান ডেভিড ব্রাবেন জানান, নতুন এ ভার্সনটির প্রকাশক খুঁজে বের করতে কষ্ট হওয়ার আশঙ্কা ছিল। তাই ২০১২ সালের নভেম্বর থেকে ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে ফ্রন্টিয়ার ডেভেলপমেন্টস। লক্ষ্য ছিল ১৬ লাখ ডলার। এ গেমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে 'স্টার সিটিজেন' গেমটি। এটিও ভক্তদের অর্থে তৈরি। এছাড়া এলিটের আরেকটি প্রতিদ্বন্দ্বী গেম হলো হ্যালো গেমসের 'নো ম্যানস স্কাই'। এছাড়া আরও শক্তিশালী অনলাইন মহাকাশভিত্তিক গেম 'ইভ'। প্রাথমিকভাবে গেমটির শুধু কম্পিউটার ভার্সন বের করছে ফ্রন্টিয়ার ডেভেলপমেন্টস। উদ্বোধনের তিন মাসের মধ্যে ম্যাক ভার্সন বের করা হবে বলে জানিয়েছে তারা। ইন্টারনেট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়