Monday, December 1

দীপিকার নতুন প্রেম!


বিনোদন ডেস্ক: হরহামেশা মানুষের প্রেমে না পড়লেও খাদ্যবস্তুর প্রেমে বেশ ভালোই মজেন বলিউড তারকা দীপিকা। বিষয়টা আরেকবার প্রমাণ হলো তার সাম্প্রতিক কর্মকান্ডে। খবরে প্রকাশ, পিকু ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকা। অবসরে শুটিং টিমের এক ক্রু দীপিকাকে কলকাতার সন্দেশের কথা জানান। তাই দেরি না করে খবরটি শোনামাত্রই লোক পাঠিয়ে কিনিয়ে এনে শুটিং স্পটেই সবার সঙ্গে ভাগাভাগি করে নিলেন কয়েক বাক্স সন্দেশ। লোকমুখে শোনা সন্দেশের স্বাদ পেয়ে আহ্লাদে আটখানা দীপিকা। এবার কিনে আনালেন বাড়ির জন্য আরও কয়েক বাক্স সন্দেশ; কিন্তু গোল বাধল অন্য জায়গায়। শুটিং শেষে বাড়ি ফিরতে বেশ ক'দিন বাকি ছিল তার। আর এ সন্দেশ খাবার উপযোগী থাকে মাত্র ২৪ ঘণ্টা। তাই উপায়ান্তর না দেখে শুটিং টিমের এক সদস্যকেই মিষ্টি পরিবহন করতে হলো দীপিকার ব্যাঙ্গালোরের বাড়ি অবধি। সত্যিই মিষ্টির সমঝদার বুঝি একেই বলে। টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়