Monday, December 1

সামাজিক যোগাযোগে নয় অসামাজিকতা


তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুক সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার এক যুগের মধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা শতকোটি ছাড়িয়ে গেছে। মানুষের মাঝে পারস্পরিক যোগাযোগ রক্ষা ও সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে ফেসবুক অদ্বিতীয় মাধ্যম হিসেবে কাজ করছে। কিন্তু ফেসবুকের বিবিধ সুবিধার সঙ্গে এর কিছু অপকারী দিকও উচ্চারিত হচ্ছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর মুখোমুখি হয়েছিলেন_ আবদুল আলীম ও ইমরান মোঃ ইমরান জমাদ্দার ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ 'ফেসবুক' বর্তমানে তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে যে কেউ তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। নিজের ব্যক্তিগত ব্যাপারগুলো, অনুভূতি, মুহূর্তগুলো পরস্পরের সঙ্গে বিনিময় করতে পারে। প্রায় এক দশক আগে মার্ক জুকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন। আজ সারা বিশ্বে এর ব্যবহারকারীর সংখ্যা শত কোটি অতিক্রম করেছে। বর্তমানে বিশ্বে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, ঋধপবনড়ড়শ তার শীর্ষে পৌঁছেছে। হোসনে আরা লিজা রোকেয়া হল ঋধপবনড়ড়শ ব্যবহারের অপকারী দিকও রয়েছে। অনেকে এর প্রতি আসক্ত হয়ে পড়ে এবং ঋধপবনড়ড়শ-এ প্রচুর সময় নষ্ট করে। আবার বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহল ঋধপবনড়ড়শ-এ গুজব ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করে। অনেকে আবার ঋধপবনড়ড়শ-এ নিজের স্বাধীন মত প্রকাশ করে হয়রানিরও শিকার হন। মোঃ আবদুল আলীম পপুলেশন সায়েন্সেস বিভাগ আমাদের প্রতিদিনের জীবনযাপন এবং সংস্কৃতিতেও ফেসবুকের অনেক শব্দ ঢুকে গেছে। যেমন- কমেন্টস, সেলফি, লাইক ইত্যাদি। ফেসবুক মূলত ডিজাইন করা হয়েছিল কলেজ ছাত্রছাত্রীদের জন্য; কিন্তু এখন ১৩ বছরের বেশি সবাই ব্যবহার করতে পারবে। কামরুজ্জামান রেজা হাজী মুহাম্মদ মুহসীন হল বর্তমানে আমরা দেখতে পাই এ ফেসবুকের কারণে মানুষের জীবনের মাত্রা কত ভয়াবহ হয়ে উঠছে। ফেসবুকের কারণে মানুষের জীবন প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে। তার বাস্তব উদাহরণ হিসেবে আমরা সম্প্রতি রাবির শিক্ষক হত্যাকা-ের কথা তুলে ধরতে পারি। এ হত্যাকান্ড ঘটানোর পর মুহূর্তেই এক সংগঠন ফেসবুকে আপলোড দিয়ে হত্যার কথা লিখে এর দায় স্বীকার করে। অর্ক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ফেসবুক আমার জন্য যতটুকু প্রয়োজনীয়তা বহন করে ততটুকু আমি মোবাইলেই সারতে পারি। তাই ফেসবুক আমার কাছে এক ধরনের বাহুল্য মাত্র। নাঈম আইইআর আমাদের বিশ্বায়নের যুগে ফেসবুক অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অল্প সময়ে অনেক কিছুই করতে হয়। আর আধুনিক মানুষ হিসেবে আমাদের প্রতিষ্ঠিত করতে হলে নেটওয়ার্কের অনেক বিস্তৃতি ঘটাতে হবে, যা ফেসবুকের মাধ্যমে খুব সহজে সম্ভব। মাহফুজ পপুলেশন সায়েন্সেস বিভাগ বন্ধুত্ব, আড্ডা, প্রেম-ভালোবাসা, সম্পর্ক, রাজনীতি অনেক কিছুই আজ ফেসবুকের মাধ্যমে হচ্ছে। তাই ফেসবুক খুব ইতিচাক। বিপ্লব ইসলামিক স্টাডিজ বিভাগ সামাজিক যোগাযোগগুলো আমাদের মোবাইলের মাধ্যমেই রক্ষা করা সম্ভব। ফেসবুক তরুণদের মূল্যবান সময় নষ্ট করছে। খাদিজা আক্তার লিয়া বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ফেসবুকের অনিয়ন্ত্রিত এবং অবৈধ ব্যবহার বাদ দিলে আমরা সবাই বুঝতে পারি যে ফেসবুক ভালো। তাই আমাদের ফেসবুকের প্রকৃত আধুনিক এবং নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। আতাউর রহমান রয়েল বাংলা বিভাগ 'ফেসবুকের সাহায্যে যোগাযোগ করা খুবই সাশ্রয়ী। এক্ষেত্রে তিনি জিরো ডটের কথা তুলে ধরে বলেন, এর মাধ্যমে ব্রাউজিংয়ে কোনো খরচই হয় না। অথচ কার্যকরভাবে যোগাযোগ রক্ষা হয়।' তাজুল ইসলাম বাংলা বিভাগ ফেসবুকের মাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের ছলনার আশ্রয় নেয়। অনেক ছেলে মেয়েদের সঙ্গে মিথ্যা সম্পর্কের ফাঁদ পাতে। অনেক মেয়ে এ ফাঁদে পা দিয়ে বিবিধ সমস্যার সম্মুখীন হয়।' ইমতিয়াজ আহমেদ রুবেল তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অনেকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে। এসব গুজবের কারণে অনেক সময় অনেক ব্যক্তি হয়রানির শিকার হন এবং এতে করে সামাজিক শান্তি বিনষ্ট হয়।' রাফিউর রহমান হাজী মুহাম্মদ মুহসীন হল ফেসুকের মাধ্যমে পরস্পর একই প্লাটফর্মে থাকি। যার দ্বারা পরস্পরের খোঁজ-খবর নেই। শিক্ষা সংক্রান্ত ব্যাপারে শেয়ার করতে পারি। বিভিন্ন বিষয়ের ওপর আলাদা পেজ খুলে, সম্মিলিতভাবে ফেসবুককে জাতীয় উন্নয়নে ব্যবহার করতে পারি। সাঈদুর রহমান মাস্টার দা সূর্যসেন হল অনেক সময় অনেকে ফেসবুকে বিভিন্ন পাবলিক পরীক্ষা অথবা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেয়। এতে করে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর দ্বারা অনেকে বিব্রতকর অবস্থার শিকার হন।' আবদুর রহমান দর্শন বিভাগ ফেসবুক ব্যবহার করার ভালো দিক থাকলেও এর মাধ্যমে আমাদের প্রচুর সময় নষ্ট হয়। অনেকে ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়ে।' জাভেদ মিয়া মনোবিজ্ঞান বিভাগ ফেসবুকের মাধ্যমে আমাদের সময় ও অর্থ দুই-ই অপচয় হয়। ফেসবুকের মাধ্যমে যাদের সঙ্গে বন্ধুত্ব হয় তারা কখনও প্রকৃত বন্ধু হয় না। মহিউদ্দীন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ফেসবুকের দ্বারা নিজের কথা অন্যকে জানানো যায়। একইসঙ্গে অপরের কথাও জানতে পারি। বিভিন্ন বিষয়ের হালনাগাদ তথ্য পাই। আতিক সংস্কৃত বিভাগ ফেসবুকের মাধ্যমে অনেকের সঙ্গে বন্ধুত্ব করা যায়। সব সময় ফোনে সব বন্ধুর খোঁজ-খবর নেয়া যায় না। কিন্তু ফেসবুকের মাধ্যমে সেটা অনেক সহজ হচ্ছে। মারুফ হাসান মার্কেটিং বিভাগ ফেসবুকের মাধ্যমে মানুষের সঙ্গে খুব সহজে যোগাযোগ করা যায়, নিজের একান্ত অনুভূতিগুলো শেয়ার করা যায়, অন্যের খোঁজ-খবর নেয়া যায়।' পপি শামসুন্নাহার হল ফেসবুকে ছবি বা স্ট্যাটাস দেয়ার আগে এটা কারও ব্যক্তিস্বার্থে আঘাত করবে কিনা বা এটা সামাজিক কোনো বিধি-নিষেধের বিরুদ্ধে যায় কিনা খেয়াল রাখতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়