Tuesday, December 16

অসাম্প্রদায়িক দেশ গড়তে লাখো মানুষের শপথ


ঢাকা: মহান বিজয় দিবসে জঙ্গিমুক্ত ও অসাম্প্রদায়িক দেশ গড়তে একসঙ্গে শপথ নিলো লাখো মানুষ। স্বাধীনতার ৪৩ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার বিকালে বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক আবদুল গফ্‌ফার চৌধুরী লাখো মানুষকে শপথবাক্য পাঠ করান। এর আগে ৪টা ৩১ মিনিটে সারা বিশ্বে কোটি কণ্ঠে উচ্চারিত হয় জাতীয় সংগীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। এরপর শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্যটি হুবহু তুলে ধরা হলো- ‘আমি শপথ করছি যে, ‘৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আদর্শকে অধিষ্ঠিত রাখব। এই মহান মুক্তিযুদ্ধে যারা আত্মহুতি দিয়েছেন, যারা আহত ও পঙ্গু হয়েছেন, যে বীর নারীরা তাদের সম্মান হারিয়েছেন তাদের সেই ত্যাগ ব্যর্থ হতে দিব না। আমি শপথ করছি যে, স্বাধীনতার যে মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে তা আবার প্রতিষ্ঠিত করব। আমি শপথ করছি যে, দেশকে উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ ও অসাম্যের হাত থেকে মুক্ত করব। ১৯৭১ সালের রাজাকার, ঘাতক ও দালালদের বিচারকে বেগবান করার জন্য আন্দোলন অব্যাহত রাখব। আমি শপথ করছি যে, সকল শোষক শ্রেণির হাত থেকে রক্ষা করে শোষিতদের মান ও মর্যাদা প্রতিষ্ঠিত করব। দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। আমি শপথ করছি যে, সামন্তবাদী ও আন্তর্জাতিক সামন্তবাদীদের কবল থেকে দেশকে মুক্ত করতে যুদ্ধ করে যাব। বিশ্বমানবতাকে আরো শক্তিশালী করব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়