Sunday, December 28

কানাইঘাটে শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, সরকার উৎখ্যাত নামে আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টায় লিপ্ত রয়েছে। কোন ধরনের হুমকি, ধমকি ও আন্দোলনের মাধ্যমে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের আশ্রয়স্থল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারকে ক্ষমতার এক দিনের আগেই কোন অপশক্তি মতা থেকে নামাতে পারবে না। তিনি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থেকে বিএনপি জামায়াত জোটের যে কোন ধরনের অপতৎপরতা প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান আজ রবিবার বিকেল ২টায় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি সিলেট জেলা শ্রমিকলীগের সহসভাপতি মোঃ হারুন রশিদের সভাপতিত্বে উপজেলা শ্রমিকলীগের সাবেক সদস্য সচিব আলা উদ্দিন আল-আজাদের পরিচালনায় সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধক করেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব এম.এ মুমিন চৌধুরী, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল ওদুদ, শ্রমিক কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন। এছাড়া শ্রমিকলীগের এ সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে উপজেলা শ্রমিকলীগের নতুন কমিটি গঠনের লক্ষে কাউন্সিলারদের ভোট গ্রহণ প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়