Sunday, December 7

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন অরবিটাল স্লট ক্রয় অনুমোদন


ঢাকা:বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন প্রকল্পে রাশিয়ার কাছ থেকে অরবিটাল স্লট লীজ ইনের (রাইট টু ইউজ) লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আগামী ২০১৭ সালের জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে। রবিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি নীতিগত অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। যুগ্ম সচিব বলেন, “বিটিআরসির’র বাস্তবায়নাধীন “বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ” প্রকল্পের আওতায় ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশ অরবিটাল স্লট রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে লীজ ইন (রাইট টু ইউজ) এর লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি (একটি মাত্র উৎস হতে ক্রয় কার্যক্রম) অনুসরণে ক্রয়ের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়েছে।” সভায় উঠানো সার-সংক্ষেপে বলা হয় “১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশ অরবিটাল স্লট রাশিয়ার ইন্টারস্প্লুটনিক (intersputnik) এর কাজ থেকে একক উৎস ভিত্তিক সরাসরি ক্রয় পদ্ধতি(ডিপিএম) অনুসরণে সংগ্রহের জন্য ২১৮.৯৬ কোটি টাকা (২৮ মিলিয়ন মার্কিন ডলার) ডিপিপিতে ধরা হয়েছে, যা পুরোটাই জিওবি অংশ ।” গত ১৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়(একনেক)দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু’ উৎক্ষেপণের মাধ্যমে সম্প্রচার ও টেলি যোগাযোগ সেবা পরিচালনার জন্য প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৯৬৮ কোটি টাকা, যার মধ্যে এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা সরকারের তহবিল থেকে যোগান দেয়া হবে। এছাড়া প্রকল্প সাহায্য থেকে আসবে এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা।এই ‘প্রকল্প সাহায্যের’ ব্যবস্থা করা হবে ‘বিডার্স ফাইন্যান্সিং’ এর মাধ্যমে । এ প্রকল্পের আওতায় পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে বাংলাদেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ, যাতে টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্টিং সেবা দেয়ার জন্য ৪০টি ‘ট্রান্সপন্ডার’ থাকবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’ ইতোমধ্যে এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে উপগ্রহের নকশা তৈরির কাজ শুরু করেছে। ভূমি থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য দুটি ‘গ্রাউন্ড স্টেশন’ নির্মাণ করা হবে। গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব জমিতে এ দুটি ‘গ্রাউন্ড স্টেশন’ হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়