Friday, December 19

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ছায়া সংসদ


ঢাকা:নিরাপদ অভিবাসন নিশ্চিত করে ভয়াবহ ভোগান্তির হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর লক্ষে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সচেতনতামূলক এক ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। ‘নিারপদ অভিবাসন নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ইবাইস ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিক দল সরকারি ও বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দুইটি দলই যৌ ভাবে জয় লাভ করে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কজর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুনন্নাহার এবং ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর প্রজেক্ট অফিসার মি. ম্যাক্সি মিলান পোর্টলার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়