Friday, December 19

শাহজালালে দেড় কেজি সোনাসহ আটক ২


ঢাকা : হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার দুপুরে পৃথক ঘটনায় ১ কেজি ৬১২ গ্রাম সোনাসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটকরা হলেন- আবু তাহের নামের ও মো. রাশেদ। আবু তাহের শুল্ক বিভাগের কর্মচারী। ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন জানান, আবু তাহের সৌদি থেকে এসভি-৮০৮ নম্বর ফ্লাইটযোগে দুপুরে হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। গ্রীন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় শুল্ক বিভাগের কর্মকর্তারা তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ৬১২ গ্রাম ওজনের সাতটি সোনার বার পাওয়া যায়। শুল্ক হাউসের এ কর্মকর্তার দাবি, জব্দ করা ৮১২ গ্রাম সোনার বর্তমান বাজার দর ৪০ লাখ টাকা। অপর দিকে মো. রাশেদ নামের আরেক বিমানযাত্রীকে আটকের পর তার কাছ থেকে ৮০০ গ্রাম সোনা পেয়েছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়, আটক রাশেদের বাড়ি শরিয়তপুরে। শুক্রবার দুপুর ১২টায় তিনি কুয়ালালামপুর থেকে এমএইচ-১০২ নম্বর ফ্লাইটযোগে ঢাকায় নামেন। পরে তার কোমরে বেল্টের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৮১২ গ্রাম সোনার বার বের করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়