Monday, December 8

আশরাফের বিরুদ্ধে নিশার আইনি পদক্ষেপ নেয়া উচিত: জমির উদ্দিন


ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের আইনি পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্যে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আতাউর রহমান খান ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করেন। গত ২৯ নভেম্বর খুলনা সার্কিট হাউজে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, নিশা দেশাই বিসওয়াল দুই আনার মন্ত্রী, চার আনাও নন। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জমির উদ্দিন সরকার বলেন, আশরাফুল ইসলাম একজন দক্ষ রাজনীতিবিদ। তার মুখ থেকে এ ধরনের কথা বের হবে তা আমরা কখনোই আশা করিনি। তিনি আরও বলেন, ‘এক নেত্রী আরেক নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছে এমন কথা গুজব ছাড়া কিছুই নয়। আর একথা যদি সত্যিই হয় তাহলে আমি শেখ হাসিনাকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিব। কারণ তৎকালীন পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে বন্দি করেও তাকে সরাতে পারেনি।’ সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকারে থাকলে মেপে মেপে কথা বলতে হয়। তাৎক্ষনিক কোনো কথা বলা উচিত নয়। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়