Monday, December 8

অ্যানাকোন্ডার পেটে আধাঘণ্টা


কানাইঘাট নিউজ ডেস্ক: যে কথা সে কাজ।পরিবেশবাদীদের হুমকি-ধমকিকে তোয়াক্কা না করে শেষ পর্যন্ত বিশালাকার একটি অ্যানাকোন্ডার পেটে ঢুকলেন পরিবেশবিদ রসোলি।বিশেষ পোশাক পড়ে তিনি ৩০ মিনিট ছিলেনও অ্যাকাকোন্ডার পেটে। এএফপির খবরে বলা হয়েছে অ্যানাকন্ডাটি পরিবেশবিদ রসোলিকে জীবন্ত গিলে ফেলে। পেটে ঢোকা এবং আধাঘণ্টা সেখানে অবস্থান করার এই পুরো দৃশ্যেটি ধারণ করা হয় ভিডিও ক্যামেরায়। অ্যানাকোন্ডার পেটে আধাঘণ্টা মৃত্যুর ঝুঁকি যে ছিল না তাও নয়, তা জেনেই এবং সব প্রস্তুতি নিয়েই এই দূরহ কাজটি তিনি করেন।কিন্তু শেষমেশ জীবিত অবস্থায় অ্যানাকোন্ডার পেট থেকে বের হতে সক্ষম হন এই একনিষ্ঠ পরিবেশবিদ। রোমহর্ষক এই ঘটনার ওপর নির্মিত তথ্যচিত্রটি আজ/কালের মধ্যেই ডিসকভারি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা। প্রায় এক দশক ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন রসোলি। তিনি বলেন, পৃথিবীর সবাই জানেন, ক্রান্তীয় অঞ্চলের বন হারিয়ে যাচ্ছে। বনের গুরুত্বের কথা অনেকেই বলতে পারেন। কিন্তু এখনো যথেষ্ট মানুষ ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছেন না। যথেষ্ট মানুষ এই সমস্যা অনুধাবন করছেন না। অ্যানাকোন্ডার পেটে আধাঘণ্টা দুঃসাহসিক এই অভিযানে অংশ নিতে পেরে রসোলি গর্বিত। ঘটনার বিবরণ থেকে জানা যায়, অ্যানাকোন্ডার পেটে যাওয়ার জন্য শ্বাসরোধ ঠেকাতে রসোলির জন্য বিশেষ পোশাক তৈরি করেন বিশেষজ্ঞরা। ওই পোশাকে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা ছিল। আরও ছিল ক্যামেরা ও যোগাযোগব্যবস্থা। অ্যানাকোন্ডার পেটে থাকার সময় রসোলি তাঁর দলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। তবে তিনি কীভাবে সাপের পেট থেকে বেরিয়ে এসেছেন, এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। তিনি দাবি করেন, সাপটির কোনো ক্ষতি না করেই বের হয়েছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়