Monday, December 8

ইইউর সঙ্গে মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়নি: হানিফ


ঢাকা: ৫ জানুয়ারি নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি দলের প্রতিনিধি। সোমবার বিকাল ৪ টা ১০ মিনিটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে পাঁচটায়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ । বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের দলের গঠনতন্ত্র, নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এসব আলোচনায় সন্তোষ প্রকাশ করেছে ইউরোপী ইউনিয়নের সদস্যরা। মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ইইউ আমাদের সংসদ কার্যকর কি না তা জানতে চেয়েছে। আমরা বলেছি, সংসদ কার্যকর। সংসদে বিরোধী দল কার্যকর ‍ভূমিকা রাখছে। তারা সংসদ ও বিরোধীদলের ভূমিকার কথা শুনে সন্তোষ প্রকাশ করেন।’ মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে হানিফ বলেন, ‘তারা আমাদের সঙ্গে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা করেননি। বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি বিভিন্ন সময় অস্বস্তি প্রকাশ করে আসছে। সর্বশেষ ৫ জানুয়ারি নির্বাচনের আগে ইইউ প্রতিনিধিদের সাথে আ.লীগের বৈঠক হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়