Sunday, December 21

হানিফ বললেন, খালেদার প্রস্তাবটি ধৃষ্টতাপূর্ণ


ঢাকা: শেরে বাংলা এ.কে.ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু ও জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতীয় নেতা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর কাতারে আনতে চাইছেন। তার এমন বক্তব্য ধৃষ্টতাপূর্ণ। রাজাকারদের সাহায্যকারী কখনও জাতীয় নেতা হতে পারে না। রবিবার আওয়ামী লীগের ধানম-ি কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এমন মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলন করবে এগুলো খালেদা জিয়ার মিথ্যাচার। তিনি ইতিহাস বিকৃতি করার জন্যে এগুলো বলেছেন। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনও অবদান নেই খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, এটি মিথ্যাচার। কারণ ১৯৫২ সালের পরে বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। এরই ধারবাহিকতায় ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হয় এবং এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ হয়েছে। হানিফ বলেন, বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর। কারণ বিএনপি নেত্রী এমন হুমকি অনেকবার দিয়েছেন ঈদের পর আন্দোলন করবেন। জাতি তাদের এ আন্দোলন দেখেছে। আমরা জনগণকে সাথে নিয়ে রাজপথে তাদের আন্দোলন মোকাবেলার জন্যে প্রস্তুত আছি। খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করবেন এ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া এমন তালিকা অনেক করেছেন। অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করেছেন। আর জনগণ জানে খালেদা জিয়া যদি আবার ক্ষমতায় আসে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানাতে পারেন। এ জন্যে জনগণ তাকে ক্ষমতায় আনবে না। আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান মিয়া ভুইয়া ডাবলু, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন। রবিবার খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি, কোনো মানুষই ত্রুটি-বিচ্যুতি, ভুল-ভ্রান্তি ও ব্যর্থতা থেকে মুক্ত নয়। কেউই সমালোচনার উর্ধ্বে নয়। এ সত্যকে মেনে নিয়েই আমরা সরকারে থাকতে আমি নিজে জাতীয় সংসদে একটি প্রস্তাব দিয়েছিলাম। আমি বলেছিলাম, শেরে বাংলা এ.কে.ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মরহুম শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জাতির এই পাঁচ কৃতি-সন্তানকে জাতীয় নেতা হিসাবে মর্যাদা দিয়ে সকল বিতর্কের উর্ধ্বে রাখা হোক। দুর্ভাগ্যের বিষয় এতে তাদের সম্মতি মেলেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়