Tuesday, December 2

ফের হাসপাতালে সাঈদী


ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।পরীক্ষা নীরিক্ষার পর দুপুরে তাকে ফের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেছেন, তাঁর হাটু ও কোমরে ব্যাথা ছিল।ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে ওষুধ লিখে দিয়েছে।পরে দুপুর দেড়টার দিকে সাঈদীকে আবার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সাঈদীর কোমর ও পায়ের ব্যথা পরীক্ষার জন্য মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএসএমএমইউতে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ ব্যাপারে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মজিদ দুপুর সাড়ে ১২টার দিকে জানান, ‘কোমরে ব্যথার জন্য মাওলানা সাঈদীকে সকাল ১১টার দিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।’ সাঈদীর ছেলে ও পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ‘বাবার হার্টে সমস্যা। কয়েকদিন হল কোমরেও ব্যাপক ব্যথা অনুভূত হচ্ছে। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির কথা বলছি। কিন্তু এখনো তাকে ভর্তি করা হয়নি। পিজিতে (বিএসএমএমইউ) নিয়ে এসে কিছু চেকআপ করা হয়েছে। এই কিছুক্ষণ আগেও তার এক্স-রে করা হয়েছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়