Monday, December 1

ড্রোন বানাচ্ছে ক্যামেরা নির্মাতা গোপ্রো

তথ্য প্রযুক্তি ডেস্ক:
ড্রোন তৈরি করছে জনপ্রিয় 'অ্যাকশন ক্যামেরা' নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো। এতদিন ভিন্ন ধারার ভিডিওচিত্র রেকর্ড করতে অন্যান্য প্রতিষ্ঠানের ড্রোনের সঙ্গে ব্যবহার হতো গোপ্রোর ক্যামেরাগুলো। জানা গেছে, একাধিক রোটরযুক্ত এ ড্রোনগুলোর দাম পড়বে ৫০০ থেকে ১ হাজার ডলার। এখনও বোঝা যাচ্ছে না, কেমন হবে গোপ্রোর ড্রোনগুলো। অন্যান্য ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামলে ওই প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যে গোপ্রোর ক্যামেরা ব্যবহারের সুবিধা বন্ধ করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোপ্রোর ড্রোনগুলোর চেয়ে আরও সাশ্রয়ী দামের ড্রোন রয়েছে বাজারে। ডিজিআইয়ের ফ্যানটম ড্রোনগুলোর দাম ৫৭৯ ডলার। আর প্যারোট মিনিড্রোনগুলো বিক্রি হয় মাত্র ৯৯ ডলারে। অনেক বাজার বিশ্লেষকের ধারণা এইচডি ক্যামেরা নির্মাতা গোপ্রো ড্রোন বাজারের হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। সূত্র : ম্যাশ্যাবল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়