Monday, November 3

আফগানিস্তানে ডেপুটি গভর্নর গুলিতে নিহত


ডেস্ক রিপোর্ট : অফগানিস্তানের কান্দাহার প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল পাটিয়ালকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রদেশের গভর্নরের এক মুখপাত্র সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার রাতে কান্দাহার বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণিকক্ষে বসে ছিলেন আবদুল পাটিয়াল(৩২)। কক্ষের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ডেপুটি গভর্নর আবদুল ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করছিলেন। এ জন্য প্রায়ই তিনি সেখানে যেতেন বলে ওই মুখপাত্র জানিয়েছেন। এ দিকে কান্দাহারের ডেপুটি গভর্নরের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে সারকারি কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হত্যার দায়িত্ব স্বীকার করেনি। আফগানিস্তানে সাধারণত তালেবান জঙ্গিরাই এ ধরনের হামলা চালিয়ে থাকে। দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর সেখানে হামলার পরিমাণ বেড়ে গেছে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়