Friday, November 28

কন্যা সন্তান হবে, তাই গর্ভবতী স্ত্রীকে হত্যা!


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক গ্রামে গর্ভবতী স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বলা হচ্ছে, ওই মহিলা ষষ্ঠবারের মতো কন্যাসন্তান জন্ম দিতে যাচ্ছেন এ কথা জানার পরই তার স্বামী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তার স্ত্রী মাত্র কয়েক মাসের অন্ত:সত্বা ছিলেন। সম্প্রতি স্ক্যানে আভাস পাওয়া যায় যে তার পেটের সন্তান একটি মেয়ে। জানা গেছে, গ্রেপ্তারকৃত বাজীরাও একজন শিক্ষিত এবং অবস্থাপন্ন কৃষক। তিনি এবং তার স্ত্রী পাঁচটি কন্যাসন্তানের পিতামাতা। সম্প্রতি তার স্ত্রী আবার গর্ভবতী হলে, বাজীরাও সন্তানটি ছেলে না মেয়ে তা জানার জন্য স্ক্যান করাতে চাপ দিচ্ছিলেন। স্ক্যানে সন্তানটি মেয়ে - এটা ধরা পড়ার পর তিনি গর্ভপাত করাতে চাইলে স্ত্রী তাতে রাজী হন নি। এতে বাজীরাও এতই ক্ষিপ্ত হন যে তিনি তার স্ত্রীকে ঘাড়ে ছুরিকাঘাত করে হত্যা করেন। পুলিশ বলছে, তিনি তার অপরাধ স্বীকার করেছেন। রিপোর্টে বলা হয়েছে, মহারাষ্ট্রে ভ্রুণের লিঙ্গ-নির্ধারণী ডাক্তারি পরীক্ষা আইনত নিষিদ্ধ হলেও বাস্তবে তা ব্যাপকভাবে প্রচলিত। ভারতে দম্পতিদের মধ্যে ছেলে শিশু পাবার তাড়না খুবই জোরালো এবং মেয়ে-ভ্রুণ হত্যা দেশটিতে একটি দীর্ঘদিনের সমস্যা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়