Friday, November 28

বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র দেখতে আগ্রহী যুক্তরাষ্ট্র


ঢাকা: যুক্তরাষ্ট্র সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিকভাবে শক্তিশালী দেখতে চায়। একই সাথে এই ধারা বাংলাদেশেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। শুক্রবার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে বিসওয়ালের সঙ্গে বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। এক ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈঠকে মূলত দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিএনপি ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্কের কথাও এসময় উল্লেখ করেন নিশা দেশাই । বিএনপি নেতা বলেন, নিশা দেশাই বিএনপি চেয়ারপারসনকে বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরার্ষ্টের সম্পর্ক আগেই মত থাকবে এবেং এই সম্পর্ক আরো উন্নত হবে। এর আগে বিকাল ৫ টায় বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করেন নিশা দেশাই বিসওয়াল। এর আগে ২০১৩ সালের ২৭ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন নিশা দেশাই বিসওয়াল। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়