Saturday, November 29

বাংলাদেশে হামলার জন্যেই বর্ধমানে বোমা বানানো হচ্ছিল


ঢাকা: বাংলাদেশে হামলার জন্যেই বর্ধমানে বোমা বানানো হচ্ছিল বলে জানিয়েছে কোলকাতায় সফররত বাংলাদেশের প্রতিনিধি দল। শনিবার সাত সদস্যের গোয়েন্দা প্রতিনিধিদলের প্রধান মনিরুল ইসলাম জানান, বর্ধমানে যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তা বাংলাদেশে ব্যবহারের জন্যে বানানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে এনআইএ আমাদেরকে তথ্য দিয়েছে। গত ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বিস্ফোরণের ঘটনা তদন্তের অংশ হিসেবে ভারতের গোয়েন্দারা ঢাকায় আসেন। ওই সফরে বাংলাদেশ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক ১০ জঙ্গি এবং ৪১ শীর্ষ সন্ত্রাসীর তালিকা ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) দিয়েছিল। এসব সন্ত্রাসী ভারতে অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে। অপরদিকে, বর্ধমান বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রায় ৩০ জঙ্গির নাম বাংলাদেশি গোয়েন্দাদের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এনআইএ। এরই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের একটি প্রতিনিধি দল গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ভারতে গিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়