Saturday, November 22

ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার চতুর্থ শ্রেণীর মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


জসিম উদ্দিন ঃ 
কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে চতুর্থ শ্রেণীর মেধাভিত্তিক পরীক্ষা গত কাল শুক্রবার আলহাজ্ব বশির আহমেদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।এতে মোট ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।মোট ১০০ নাম্বারের পরীক্ষায় বাংলা,ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই ৪টি বিষয় নির্ধারিত ছিল।উক্ত পরীক্ষা কেন্দ্রে পরিক্ষা পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ ফজলে হক,ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি এডভোকেট আব্দুছ সাত্তার,আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মাষ্টার নুরুল আমিন,গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি মাষ্টার মাহমুদ হোসেন,ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি কবির আহমদ, ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সহ-সাধারন সম্পাদক তরুণ সমাজ সেবী কামাল উদ্দিন, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হাজী আব্দুল জলিল, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আহমেদ হোসেন, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। পরিক্ষা নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করেন, ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মাষ্টার আব্দুল হাকিম,সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রাহমান,শিক্ষা ও সাহিত্য সম্পাদক আমিন উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়